ঢাকা: ক্লাসের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে ছাত্র-ছাত্রীদের বলেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা ও অন্যায় বা দুর্নীতি না করার শিক্ষা দিতে পিতা-মাতার পাশাপাশি শিক্ষকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শনিবার (২৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ তিনি কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনারা বাচ্চাদের ছোট ছোট ভুল ত্রুটি ধরিয়ে দেবেন অন্যথায় বাচ্চারা ছোট ছোট ভুল করতে করতে বড় ভুল করে ফেলতে পারে। তাছাড়া বাচ্চারা কাদের সাথে চলাফেরা করছে সেদিকেও দৃষ্টি দিতে হবে।
তিনি বলেন, শিক্ষার গুণগত মানের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে পাসের হার মাত্র ১০ শতাংশ। অথচ এই শিক্ষার্থীরাই ক্লাস পরীক্ষায় ৯৫ বা ১শ নম্বর পাচ্ছে। আমাদের সন্তানদের লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হতে হবে। সেই সাথে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা ও সংস্কৃতিচর্চা করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, মাতৃভাষার পাশাপাশি সবাইকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। বিদেশি ভাষা বলে ইংরেজিকে অবহেলা করা যাবে না। বিশ্বায়নের এই যুগে মাতৃভাষা ভালোভাবে রপ্ত করার পাশাপাশি ভালো করে ইংরেজি শেখার বিকল্প নেই।
তিনি আরও বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে অনেক ছাত্র-ছাত্রী হতাহত হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি আন্দোলনে শহিদদের মাগফেরাত কামনা করছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। দেশকে গঠন করতে পড়াশোনা করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ সেহেলী নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনারের সহধর্মিনী মিসেস রাহেনা সুলতানা, অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এমএমআই/এএটি