ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে মেট্রোরেল। ফাইল ছবি

ঢাকা: মেট্রোরেল রোববারের (২৬ জানুয়ারি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড।

কর্তৃপক্ষ জানায়, শনিবার (২৫ জানুয়ারি) মেট্রোরেলের টেকনিক্যাল টিম মধ্যরাত পর্যন্ত কাজ করে সিগনালিং সিস্টেম ঠিক করেছে।

রোববার সকাল থেকে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে।  

ডিএমটিসিএল জানিয়েছে, শনিবার সকাল ৯টা ২৩ মিনিট থেকে ৯টা ৪৯ মিনিট পর্যন্ত ট্রেনের দরজা বিকল হওয়ার কারণে মেট্রোরেল সেবা বন্ধ ছিল।

এছাড়া দুপুর ১টা ৩৩ মিনিট থেকে ২টা ৬ মিনিট পর্যন্ত সিগনালিং সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল সেবা বন্ধ ছিল। পরে দুপুর ২টা ৬ মিনিট থেকে পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয় এবং সর্বশেষ সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।