ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাফরুলে সড়ক দুর্ঘটনায় বিমান কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
কাফরুলে সড়ক দুর্ঘটনায় বিমান কর্মকর্তা নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কাফরুলে সড়ক দুর্ঘটনায় আবু আহমেদ মিয়া (৪৫) নামে বিমান বাহিনীর এক কর্মকর্তা মারা গেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জাহাঙ্গীর গেটে এ দুর্ঘটনা ঘটে।



কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বাংলানিউজকে জানান, আবু আহমেদ মিয়া সাইকেলে করে তার ঢাকা সেনানিবাসের বাসা থেকে অফিসে যাচ্ছিলেন। জাহাঙ্গীর গেটে পৌঁছালে বিমানবাহিনীর একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আবু আহমেদ।

সঙ্গে সঙ্গে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কাফরুল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আব্দুল কাইয়ুম আরও জানান, আবু আহমেদ মিয়া বিমান বাহিনীতে মাস্টার ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৬২/ছ ঢাকা সেনানিবাসের নিহারিকা ভবনে থাকতেন।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।