ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারি প্রজ্ঞাপনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারি প্রজ্ঞাপনের দাবি ছবি: জাহিদুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম (বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারি প্রজ্ঞাপনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে ভাড়াটিয়া পরিষদ)

ঢাকা: বাড়ি মালিকদের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারির জোর দাবি তুলেছে ভাড়াটিয়া পরিষদ।
 
বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি তোলে।

এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার।

তিনি বলেন, স্বাধীনতার পর ৪৩ বছরে ঢাকা শহরে নিম্ন মধ্যবিত্তসহ দরিদ্র ভাড়াটিয়াদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ সুযোগ নিয়ে বাড়ির মালিকরা ‘ইচ্ছেমতো’ যখন-তখন বাড়ি ভাড়া বাড়াচ্ছেন।

তিনি আরো বলেন, গত ৫ বছরে বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে ৮০-১০০ শতাংশ। অথচ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ তে স্পষ্ট বলা হয়েছে-কিভাবে ভাড়া বাড়াতে হবে। কিন্তু এ আইনের কোনো কার্যকারিতা নেই। খোদ ঢাকা সিটি কর্পোরেশনের ওয়েবসাইটেও ভাড়ার তালিকা দেওয়া নেই।

তাই এক্ষেত্রে নানা অনিয়ম দূর করতে অবিলম্বে সরকারি প্রজ্ঞাপন জারি করে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।

এ সময় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমাসহ অন্যরা বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।