ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রিকালে তরুণী উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রিকালে তরুণী উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রিকালে এক তরুণীকে (২২) উদ্ধার করেছে স্থানীয়রা।  
 
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় পাচারের সঙ্গে জড়িত আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
 
আটক আব্দুল খালেক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নলচক গ্রামের ওহাব আলীর ছেলে। তিনি ঢাকার তুরাগ এলাকার কামারপাড়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী।
 
উদ্ধার হওয়া তরুণী জানায়, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দরিদ্র পরিবারের মেয়ে সে। বিয়ের পর স্বামীর সঙ্গে দীর্ঘদিন সংসার হয়নি তার। বাবার মৃত্যুর পর গাজীপুর একটি গার্মেন্টেসে ওয়াশিং সেক্টরে কাজ করতেন তিনি।  
 
গত ঈদে ছুটির পর কর্মস্থলে দেরিতে ফিরে আসায় তার চাকরি চলে যায়। এ অবস্থায় তিনি ঢাকা তুরাগ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন চাকরি খুঁজতে থাকেন।  
 
এ সময় তুরাগের কামারপাড়া বাজারের কাঁচামাল বিক্রেতা আব্দুল খালেকের সঙ্গে সবজি কেনার সুবাদে পরিচয় হয় তার। ভাল চাকরির প্রলোভন দেখিয়ে বুধবার সকালে ঢাকা থেকে বিভিন্ন লোকাল বাসে করে আব্দুল খালেক তাকে ফুঁসলিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে এনে বিক্রি করার চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দুপুর ১টার দিকে আব্দুল খালেককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ জানান, ভিকটিমের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এলে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা,  ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।