ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
পুলিশের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে একেএম শহীদুল হক

ঢাকা: পুলিশ ও জনগণের প্রতি পরস্পরের দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলেছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

দায়িত্ব নেওয়ার পর বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেড কোয়াটার্সে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।



একেএম শহীদুল হক বলেন, পুলিশ ও জনগণকে একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। জনগণের সঙ্গে পুলিশের দূরত্বও দূর করতে হবে। পরস্পরের প্রতি দৃষ্টিভঙ্গি ও দূরত্ব ঘোচাতে পারলেই গণমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করা যাবে।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে নতুন নিয়োগ পাওয়া আইজিপি বলেন, অন্যায়ের জন্য অতীতে কোনো পুলিশ সদস্যকে প্রশ্রয় দেওয়া হয়নি। এখনও এ ধরনের কোনো ঘটনার জন্য জিরো টলারেন্স দেওয়া হবে।

সন্ত্রাস-জঙ্গিবাদকে চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করে শহীদুল হক বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। জনস্বার্থ, জননিরাপত্তা এবং জন শৃঙ্খলা বজায় রাখতে যা প্রয়োজন তা করা হবে।

দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সবার দোয়া চেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।