ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধার ইসলামিয়া স্কুলের শতবর্ষ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
গাইবান্ধার ইসলামিয়া স্কুলের শতবর্ষ উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: ‘মিলি আনন্দে প্রিয় প্রাঙ্গণে’ স্লোগানে গাইবান্ধার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুলের শতবর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে  দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য  মাহাবুব আরা বেগম গিনি।



এ সময় উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহ সারোয়ার কবির প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এহছানে এলাহী, পৌর মেয়র শামছুল আলম, শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ।

উদ্বোধন শেষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সহস্রাধিক  ছাত্রের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শতবর্ষপূর্তি উৎসব উদযাপন উপলক্ষে একটি সুদৃশ্য স্মরণিকাও প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।