ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ছিনতাইকারীর কারাদণ্ড

ড্রিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
কক্সবাজারে ছিনতাইকারীর  কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজারে হাসান নামে এক ছিনতাইকারীকে একমাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মদ উল্লাহ এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত হাসান শহরের টেকপাড়ার মৃত ফজল আহমদের ছেলে।

সূত্র জানায়, বিকেল ৩টার দিকে শহরের বাজার ঘাটা থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ হাসানকে আটক করে সদর থানা পুলিশ।

পরে, তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মদ উল্লাহ তাকে একমাসের কারাদণ্ড দেন।  

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ূম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, শহরের চিহ্নিত ছিনতাইকারীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা,  ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।