ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দশম সংসদের ৫ম অধিবেশন ১৯ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
দশম সংসদের ৫ম অধিবেশন ১৯ জানুয়ারি

ঢাকা: দশম জাতীয় সংসদের পঞ্চম (শীতকালীন) অধিবেশন আগামী ১৯ জানুয়ারি বিকেল ৪টায় বসবে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। গত ৩০ নভেম্বর শেষ হয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ১৯ জানুয়ারি বসবে পঞ্চম অধিবেশন। এটি হবে ২০১৫ সালের প্রথম অধিবেশন।
সংবিধানিক বিধান অনুযায়ী এই অধিবেশনের শুরুর দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, অন্য বছরের মতো এবারো বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হবে। গত বছর প্রথম অধিবেশনের মেয়াদ ছিলো ৩৬ কার্যদিবস। অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করবেন। আগামী সপ্তাহে কার্যউপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কার্যউপদেষ্টা কমিটির বৈঠক আহ্বান করবেন বলে জানা যায়।
 
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।