ঢাকা: দশম জাতীয় সংসদের পঞ্চম (শীতকালীন) অধিবেশন আগামী ১৯ জানুয়ারি বিকেল ৪টায় বসবে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। গত ৩০ নভেম্বর শেষ হয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ১৯ জানুয়ারি বসবে পঞ্চম অধিবেশন। এটি হবে ২০১৫ সালের প্রথম অধিবেশন।
সংবিধানিক বিধান অনুযায়ী এই অধিবেশনের শুরুর দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, অন্য বছরের মতো এবারো বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হবে। গত বছর প্রথম অধিবেশনের মেয়াদ ছিলো ৩৬ কার্যদিবস। অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করবেন। আগামী সপ্তাহে কার্যউপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কার্যউপদেষ্টা কমিটির বৈঠক আহ্বান করবেন বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪