বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল ২৩৬ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোল পৌরসভার তালশাড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ফারজিনা আক্তার (২৫) ও ভবারবের গ্রামের মিলনের স্ত্রী বিলকিস (২৪)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পুটখালী সীমান্তের মসজিদ পোস্ট এলাকায় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা প্যাকেট তল্লাশি করে ২৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
২৩ বিজিবি ব্যাটালিয়ন পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪