ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় বর্ষে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম

স্ট‍াফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
দ্বিতীয় বর্ষে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম

ঢাকা: অনলাইন সংবাদপত্রের প্রসারের সময়ে বাজারে আসা নিউজপোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম পা রাখলো দ্বিতীয় বছরে।

২০১৫ সালের ১ জানুয়ারি শুরু হবে প্রতিষ্ঠানটির প্রথম বর্ষপূতি অনুষ্ঠান।

এ উপলক্ষে দ্য রিপোর্ট কার্যালয়ে আয়োজন করা হয়েছে তিনদিনের বর্ণাঢ্য অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ২ জানুয়ারি প্রতিনিধি সম্মেলন ও ৩ জানুয়ারি মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

সাংবাদিক তৌহিদুল ইসলাম মিন্টুর সম্পাদনায় ২০১৪ সালের ৩ জানুয়ারি আত্মপ্রকাশ করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম।

মালিকানায় রয়েছে প্রাইম ফিন্যান্সিয়াল গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইউনাইটেড মিডিয়া লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।