ময়মনসিংহ: থার্টি ফার্স্ট নাইটের আলোকরশ্মির বিচ্ছুরণে কালের গর্বে হারিয়ে যাবে আরো একটি বছর। বিদায় ২০১৪।
তবে পুলিশকে হত্যা করে ফিল্মি স্টাইলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের (জেএমবি) মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ ৩ শীর্ষ জঙ্গি ছিনিয়ে নেয় সংগঠনের সশস্ত্র ক্যাডাররা। এর মাধ্যমে তারা নিজেদের পুনরুত্থানের বিষয়টিও জানান দেয়।
ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার এ জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ততাও ছিল বছরব্যাপী আলোচনার বিষয়বস্তু। আলোচিত-সমালোচিত নানা বিষয় ছাড়াও বছরটিতে ছিল নানা ঘটনা-দুর্ঘটনার দোলাচল।
জঙ্গি ছিনতাই, সম্পৃক্ত ইসলামী ব্যাংক কর্মকর্তা
ফিল্মি স্টাইলে বিদায়ী বছরের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকা থেকে পুলিশের প্রিজনভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ ভয়ঙ্কর জঙ্গি সালাউদ্দিন ওরফে সালেহীন, মিজান ওরফে বোমারু মিজান ও রাকিবুল হাসান ওরফে রাকিবকে ছিনিয়ে নেয় দুধর্ষ জঙ্গি ক্যাডাররা।
এ সময় হত্যা করা হয় পুলিশ কনস্টেবল আতিককে। এতে আহত হন আরো দুই পুলিশ সদস্য। ছিনিয়ে নেয়া ৩ জঙ্গির মধ্যে সালাউদ্দিন ৩ মামলায় ও রাকিব ১ মামলায় মৃত্যুদণ্ড এবং মিজান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে হাজির করার উদ্দেশ্যেই সেদিন তাদের আনা হচ্ছিল।
এরপর টাঙ্গাইলের সখীপুর এলাকা থেকে জঙ্গি রাকিবকে গ্রেফতার করা হলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান এই ভয়ঙ্কর জঙ্গি। সারা দেশে চিরুনি অভিযান চালিয়েও বাদ বাকি দুই শীর্ষ জঙ্গির খোঁজ মেলেনি। এখনো তারা অধরা। এ ঘটনায় চরম বিপাকে পড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দেশ কাঁপানো এ জঙ্গি ছিনতাইয়ের ঘটনার মধ্যে দিয়ে জঙ্গিরা আবারো সুসংগঠিত হয়ে বড় ধরণের নাশকতা ঘটাতে পারে এমন সংকেত দেয়। তাদের এ সশস্ত্র মহড়ায় আতঙ্কিত হয়ে উঠে সাধারণ মানুষ। পরবর্তীতে বিদায়ী বছরের এপ্রিলের শেষের দিকে জঙ্গি ছিনতাই মিশনে অংশ নেয়ার অভিযোগে ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার কর্মকর্তা ইলিয়াস উদ্দিনকে গ্রেফতার করে র্যাব।
এ ঘটনায় বছরজুড়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইসলামী ব্যাংক। বিশেষ করে জঙ্গিদের আর্থিক লেনদেনে এখনো ব্যাংকটি ব্যবহৃত হচ্ছে কী না এ নিয়েও নতুন করে প্রশ্ন উঠে।
সেন্টমার্টিন কেড়ে নেয় নোমান-বাপ্পিকে
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে লাশ হন ময়মনসিংহের দুই মেধাবী শিক্ষার্থী গোলাম রহিম বাপ্পি ও শাহরিয়ার ইসলাম নোমান। ঘটনাটি ১৬ এপ্রিলের। তারা দুজনই বেসরকারি আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে বাপ্পির বাড়ি ভালুকায় আর নোমানের মুক্তাগাছায়।
আনন্দ ভ্রমণে যাওয়া এ শিক্ষার্থীরা জানতেন না যে সেন্টমার্টিনের নৈসর্গিক সৌন্দর্যে্যর মধ্যেও লুকিয়ে আছে মৃত্যুখাদ। মেধাবী এই দুই প্রাণের অনাকাঙ্ক্ষিত বিয়োগে ময়মনসিংহে ছিল শোকের ছায়া।
সাংস্কৃতিক অঙ্গনে আলোচনায় ন্যান্সি
সাংস্কৃতিক অঙ্গনে ময়মনসিংহে বছরজুড়ে আলোচনায় ছিলেন সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিদায়ী বছরের জানুয়ারির শেষের দিকে ন্যান্সি-জায়েদ দম্পতির কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান নায়লা। ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে এ নিয়ে ছিল ন্যান্সি ভক্তদের ভিড়। এর আগে ২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে পারিবারিকভাবে বিয়ে করেন ন্যান্সি।
এরপর গত ১৬ আগস্ট দাম্পত্য কলহের জের ধরে দু’দফায় ৬০টি ঘুমের ট্যাবলেট খান ন্যান্সী। করেন আত্মহত্যার চেষ্টা। দ্রুত তাকে ওইদিনেই নেত্রকোণা থেকে আনা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। উদ্বেগ-উৎকন্ঠায় বিনিদ্র রজনী কাটান ন্যান্সি ভক্তরা। পরে অবশ্য সুস্থ হয়ে ন্যান্সি বলেন, আমি কেন আতœহত্যার চেষ্টা করবো?
ন্যান্সিকে নিয়ে ওই সময় দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদ ছিল পাঠকপ্রিয়তার শীর্ষে। এর মধ্যে ন্যান্সির আত্মহত্যার চেষ্টার রহস্য সংবাদটি ফেসবুকে শেয়ার-লাইকে দেড়লক্ষ ছাড়িয়ে যায়।
সাদ হত্যাকান্ড ও চার খুন
তুচ্ছ ঘটনার জের ধরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী সাদ ইবনে মোমতাজকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগ থেকে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়। এ সব ঘটনায় বছরের বেশিরভাগ সময় উত্তাল ছিল প্রকৃতি কন্যা খ্যাত এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
পরবর্তীতে এ হত্যাকাণ্ডে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সুজয় কুমার কুন্ডু ও রোকনোজ্জামান রোকন। তাদের নেতৃত্বে এ কিলিং মিশনে অংশ নেয় ১৪ থেকে ১৫ জন।
গত ১৫ ডিসেম্বর ভোর রাতে ময়মনসিংহের ভালুকায় স্থানীয় হবিড়বাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, তার স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর পুলিশ চাঞ্চল্যকর ৪ খুনের প্রধান আসামি যশোরের রহস্যময় যুবক হাফিজুর রহমান ওরফে তনুকে আটক করে সাংবাদিকদের সামনে হাজির করে।
তবে বাচ্চুর বাবা মামলার বাদী ওয়াইজ উদ্দিন বলেন, পুলিশের কাছে দেয়া তনুর জবানবন্দি আমরা বিশ্বাস করি না। তনু একা এ ৪ টি হত্যাকাণ্ড ঘটাতে পারেনি। এর সঙ্গে আরো অনেকেই জড়িত।
দলীয় কোন্দলের বলি উপজেলা চেয়ারম্যানের ভাই
বছরের শেষ দিকে আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে ময়মনসিংহের নান্দাইলে। গত ২০ নভেম্বর স্থানীয় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে এমপি সমর্থকদের হামলায় প্রাণ হারান সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়ার বড় ভাই আবুল মনসুর ভূইয়া (৬০)। এ ঘটনায় টানা দুই দিন নান্দাইলে ১৪৪ ধারা জারি করা হয়।
মামলার বাদী ও নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম ভূইয়া সরাসরি অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনের হুকুমেই সন্ত্রাসীরা আমার বড় ভাইকে কুপিয়ে, বল্লম দিয়ে খুঁচিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪