ঢাকা: শুক্রবার (০২ জানুয়ারি) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৩১ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বিষয়টি জানান।
তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করা হবে।
গত ১৫মে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন। যা ১৫ নভেম্বর শেষ হয়। এবার ৪৬লাখ নতুন ভোটারকে তালিকায় অন্তর্ভুক্তের লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালায় ইসি। কিন্তু এরমধ্যে প্রায় ৫১ লাখ নতুন ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
ইসি সূত্র জানায়, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে ১৫ দিন ওই তালিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা যাবে। আর তা আমলেও নেবে ইসি।
এছাড়া ভোটার তালিকায় নাম সংশোধন কিংবা নতুন করে ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে।
আবেদনের শুনানির পর তা নিষ্পত্তি হলে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বর্তমানে দেশে ৯ কোটি ২০ লাখ ভোটার রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪