ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পিকেটিংকালে যুবকের কারাদণ্ড

ড্রিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
কক্সবাজারে পিকেটিংকালে যুবকের কারাদণ্ড ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারে হরতালে পিকেটিংকালে পুলিশের হাতে আটক আব্দুল আজিজ (১৯) নামে এক যুবককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মদ উল্লাহ এ সাজার নির্দেশ দেন।



দণ্ডপ্রাপ্ত আজিজ সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কলেজ গেট এলাকার চান্দের পাড়ার আব্দুর রহিমের ছেলে। পুলিশের দাবি, তিনি শিবির কর্মী।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে সদর উপজেলার কলেজ গেট এলাকায় পিকেটিং করতে গিয়ে ইট ছুড়ে এক ট্রাক চালককে আহত করেন আজিজ। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই ) মো. কাইয়ূম উদ্দিন বাংলানিউজকে জানান, হরতালে পিকটিংকালে নৈরাজ্যের দায়ে তাকে সাজা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।