ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুতে চোলাই মদসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
রামুতে চোলাই মদসহ আটক ১ ছবি: প্রতীকী

রামু (কক্সবাজার): কক্সবাজারের রামুতে দুইশ’ লিটার চোলাই মদসহ মঞ্জুর আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  
 
রোববার (০৪ জানুয়ারি) রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চাকমারকুল মাদ্রাসা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।


 
আটক মঞ্জুর উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জাখানা এলাকার বাসিন্দা।
 
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সিএনজি চালিত অটোরিকশা করে এসব মদ পাহাড়ি অঞ্চল সোনাইছড়ি থেকে কক্সবাজার শহরে নেওয়া হচ্ছিলো।  
 
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ, অটোরিকশা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫         




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।