ঢাকা: যুদ্ধাপরাধীদের নেতা গোলাম আযমের জানাযা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে করতে দেওয়া সরকারের ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ স্বীকারোক্তি দেন।
‘বিজয় আমাদের চেতনা-বিজয় আমাদের অহংকার’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন।
মন্ত্রী বলেন, জানাযার নামে তিনদিন ধরে অপেক্ষা করে তারা লাখ লাখ জঙ্গি সমাবেশ ঘটানো হয়েছে জাতীয় মসজিদে। আমি মনে করি গোলাম আযমের জানাযা জাতীয় মসজিদে করতে দেওয়াটা ছিল সরকারের ভুল সিদ্ধান্ত।
তিনি বলেন, যুদ্ধাপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড। প্রমাণিত না হলে খালাস। এর মাঝামাঝি কোনো রায় হতে পারে না।
আ ক ম মোজাম্মেল হক বলেন, একাত্তরে যাদের হত্যা করা হয়েছে তাদের জানাযা তো দূরের কথা লাশও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সেই হত্যাকারীদের আমৃত্যু কারাবাস বা ৯০ বছর কারাদণ্ড দেওয়ার কোনো অর্থ নেই।
বঙ্গবন্ধুর হত্যাকারীদের কয়েকজনকে ফাঁসি দেওয়া হলেও মূল পরিকল্পনাকারীদের এখনও শনাক্তই করা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে তাদের আমরা বিচারের আওতায় আনতে পেরেছি। কিন্তু যারা পরিকল্পনা করল, দূতাবাসে সারারাত নির্ঘুম কাটালো, তাদের শনাক্ত করে আমরা জাতির সামনে তুলে ধরতে পারিনি। এ ব্যর্থতার দায় আমাদের নিতে হবে।
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি এসএম জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫