ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের শ্যালা নৌ-রুট খুলে দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
সুন্দরবনের শ্যালা নৌ-রুট খুলে দেওয়ার দাবি সম্প্রতি ট্যাংকারডুবির ঘটনায় শ্যালা নৌ-রুট বন্ধ হয়ে যায়

খুলনা: সুন্দরবনের শ্যালা নদীর রুটটি ৯ ডিসেম্বরের পর থেকে বন্ধ থাকায় মংলা বন্দর থেকে নৌপথে পণ্য পরিবহনে স্থবিরতার সৃষ্টি হয়েছে। বর্তমানে শ্যালা নদীর উভয় পাশে পাঁচ শতাধিক লাইটারেজ জাহাজ ও কার্গো আটকে রয়েছে।



এ অবস্থায় দ্রুত শ্যালা নদীর রুটটি চালুর দাবি জানিয়েছে মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপ।

রোববার (৪ জানুয়ারি) দুপুর ১টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব মো. সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, মংলা বন্দরে অবস্থানরত মাদার ভেসেলের সার, ক্লিংকার, খাদ্য সামগ্রি, কয়লা ও তেল এবং ভারত-বাংলাদেশ প্রটোকলের আওতায় আনা সিমেন্টের কাঁচামাল, খাদ্য সামগ্রী, বালু ও পাথর পরিবহনে স্থবিরতার সৃষ্টি হয়েছে। মংলা বন্দর থেকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলের কোনো পণ্য পরিবহন করা যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে দ্রুত রুটটি চালু করা না হলে আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দেন বন্দর ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।