ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে নছিমন খাদে পড়ে নিহত ১, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
মানিকগঞ্জে নছিমন খাদে পড়ে নিহত ১, আহত ৭

মানিকগঞ্জ: মানিকগঞ্জে গরুবোঝাই একটি নছিমন খাদে পড়ে তোফাজ্জল দেওয়ান (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এক ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন।


 
রোববার (০৪ জানুযারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আট্টিগ্রাম বাজারের দক্ষিণ দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
তোফাজ্জল মানিকগঞ্জ সদর উপজেলার আট্টিগ্রাম ইউনিয়নের নারিকুলি এলাকার বাসিন্দা।
 
স্থানীয়রা জানায়, জেলার হরগজ গরুর হাট থেকে ওই এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী গরু কিনে নসিমনে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে আট্টিগ্রামে বাজারের পূর্ব দিকের রাস্তার একটি ব্রিজে উঠতে গিয়ে খাদের পানিতে পড়ে যায় নসিমনটি।
 
খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নছিমনটি উদ্ধার করে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫           
           

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।