ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ জানুয়ারি রাঙামাটিতে পিসিপির অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
১০ জানুয়ারি রাঙামাটিতে পিসিপির অবরোধ

রাঙামাটি: রাঙামাটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিতের দাবিতে ১০ জানুয়ারি জেলায় অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন’ না হওয়া পর্যন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবিতে এ কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা।

 

রোববার (০৪ জানুয়ারি) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে, জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষ্মান চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সহ সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা, সহ-সভাপতি রিপেশ চাকমা প্রমুখ।

সমাবেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করে পর বলা হয়, যদি এরপরও সরকার মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত না করে তবে লাগাতার অবরোধ, হরতালসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 
বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫        
               

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।