ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানের সব ফটকে পুলিশের তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
সোহরাওয়ার্দী উদ্যানের সব ফটকে পুলিশের তালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় সরেজমিনে দেখা যায় প্রতিটি ফটকেই তালা ঝুলছে এবং ফটকের সামনে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা।



রোববার (৪ জানুয়ারি) রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর প্রেক্ষিতে কেউ যাতে উদ্যানে ঢুকে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্তব্যরত পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো রকম অবনতি যাতে না ঘটতে পারে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে তালা ঝুলানোর বিষয়টি শাহবাগ থানা নিয়ন্ত্রণ করছে না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।