ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুপ্রিমকোর্টে বিচারপতি মোস্তফা কামালের জানাজা সম্পন্ন

সিনিয়র ও স্টাফ করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
সুপ্রিমকোর্টে বিচারপতি মোস্তফা কামালের জানাজা সম্পন্ন ছবি : জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের নামাজে জানাজা সুপ্রিমকোর্ট গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (০৫ জানুয়ারি) বেলা ২টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়।



জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ছোট মেয়ের জামাতা মঈনুদ্দিন মোনেম।
 
সুপ্রিমকোর্ট বার সমিতির মসজিদের ইমাম মাওলানা মজিবুল হক জানাজার নামাজ পড়ান।

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন, বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ আপিল বিভাগ ও হাইকোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিগণ জানাযায় অংশ নেন।
 
এছাড়াও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যরিস্টার আমীর-উল ইসলাম, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনসহ সমিতির নেতৃবৃন্দ এবং আইনজীবীবৃন্দ জানাজায় শরিক হন।
 
জানাজা শেষে বিচারপতি মোস্তফা কামালের প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ শোক প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (০৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসায় তার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মোস্তফা কামালের মৃত্যুর খবর সকালে সুপ্রিমকোর্টে পৌঁছালে আপিল বিভাগের  বিচারকরা তার প্রতি সম্মান জানিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করেন। গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশের প্রখ্যাত গায়ক আব্বাস উদ্দিনের ছেলে মোস্তফা কামাল ১৯৯৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতির দয়িত্ব পালন করেন। তার জন্ম ১৯৩৫ সালে নীলফামারী জেলার ডোমার উপজেলায়।

১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর যুক্তরাজ্যে আইন বিষয়ে লেখাপড়া করেন মোস্তফা কামাল।

** সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর নেই

বাংলাদশে সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।