ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
গোবিন্দগঞ্জে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে শ্রমিক নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আব্দুল ওয়াহাব মিয়া (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আব্দুল ওয়াহাব রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নওপুকুর গ্রামের আকবর আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-রংপুর মহাসড়কের ওই এলাকায় পল্লীবিদ্যুতের সংযোগ লাইন সম্প্রসারণের কাজ চলছিল। বিকেলে বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রলি ব্রিজে উঠতে গিয়ে উল্টে যায়। এ সময় ট্রলিতে থাকা বিদ্যুতের খুঁটির নিচে চাপা আব্দুল ওয়াহাব ঘটনাস্থলেই মারা যান।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।