ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
পল্লবীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক প্রতীকী

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় সুমি আক্তার (১৮) নামে এক গৃহবধূ বিষপানে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।



বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমি পল্লবীর সাগুফতা এলাকার কালাপানি জজমিয়ার বস্তিতে ভাড়া থাকতেন।

মৃত সুমির খালা সীমা বাংলানিউজকে জানান, একবছরও হয়নি তাদের বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পরে ৩৫ হাজার টাকার সমঝোতায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে তার স্বামীর ইচ্ছায় ধর্মীয় রীতিতে আবারও তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেও স্বামী তাকে নির্যাতন করতো। এরই জের ধরে সুমি বিষ খেয়েছে বলে ধারণা করছি।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, মৃত নারী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার স্বামীকে আটক করা হয়েছে। পল্লবী থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আসামিকে নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।