যশোর: অভয়নগর উপজেলায় জিয়া উদ্দিন পলাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন বলে দাবি করা হচ্ছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নওয়াপাড়া পৌর এলাকায় কর অফিসের পেছনে নদীর ঘাটে এ ঘটনা ঘটে। কয়েকজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়।
নিহত জিয়া নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিলেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
তারা আরও জানান, শনিবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে ফেলে রেখে যায়। পরে তারা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, রাতে নওয়াপাড়া কর অফিসের পেছনে নদীর ঘাটে জিয়াকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তথ্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
নিহত জিয়ার বাবা ইব্রাহিম হোসেন সর্দার শ্রমিক নেতা ছিলেন। প্রায় ২০ বছর আগে তিনিও সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
ইউজি/এমজে