ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): সীমান্ত সম্মেলনে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় গিয়েছে বাংলাদেশের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) নিতিশ বিশ্বাস বাংলানিউজকে প্রতিনিধি দলটির ভারত গমনের সত্যতা নিশ্চিত করেছেন।



প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে দেড়টার দিকে আখাউড়া চেকপোস্টের শূন্য রেখা অতিক্রম করলে ভারতের বিএসএফ ও ত্রিপুরা জেলার কর্মকর্তরা প্রতিনিধি দলটিকে অভিনন্দন জানায়।

প্রতিনিধি দলটিতে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি ,বন্দরবন, কুমিল্লা ও ফেনী জেলার ৫জন জেলা প্রশাসক ৫ জন পুলিশ সুপারসহ বাংলাদেশ বর্ডার গার্ডের ৪ জন কর্মকর্তা রয়েছেন।

সম্মেলনে সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধ, মাদকদ্রব্য ও মানবপাচার প্রতিরোধ, সীমান্ত পিলার সংস্কার বিষয়ের ওপর আলোচনার কথা রয়েছে।

সম্মেলন শেষে ১০ জানুয়ারি প্রতিনিধি দলটি আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।