ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবরোধ-হরতাল প্রত্যাহারের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
অবরোধ-হরতাল প্রত্যাহারের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ঢাকা: টঙ্গীর বিশ্ব ইজতেমায় মুসল্লিরা যাতে সহজে ও নিরাপদে যাতায়াত করতে পারেন, সে জন্য বিএনপির ডাকা অবরোধ ও হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস।

বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।



সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর ৫৮টি দেশ থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন। এবার আরো বেশি দেশ থেকে মুসল্লিদের ইজতেমায় অংশ নেওয়ার কথা রয়েছে।

লাগাতার অবরোধ ও কয়েকটি জেলায় হরতালের কারণে বিশ্ব ইজতেমায় যোগদান করতে আসা মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি ছাড়াও যানবাহনের অভাবে ইজতেমায় আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও বেনাপোল সীমান্তপথে আগত বিদেশি মুসল্লিদের আসতেও বেগ পেতে হচ্ছে।

সে কারণে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মুসল্লিদের নিরাপদে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের জন্য অবরোধ, হরতাল প্রত্যাহার করার আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস সদস্য ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক মন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ও আরেক সদস্য মেজবাউর রহমান বক্তব্য রাখেন।

তারা আশা করেন, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) থেকেই অবরোধ ও হরতাল প্রত্যাহার করা হবে।

এ সময় ধর্মকে রাজনৈতিক হানাহানি ও সংঙ্কীর্ণতার ঊর্ধ্বে রাখারও আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব ইজতেমায় আসার জন্য মুসল্লিদের সব ধরনের নিরাপত্তা ও নিরাপত্তা দেবে সরকার।

এ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।