ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রফিকুল ইসলাম, আমান ও মান্নানের আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
রফিকুল ইসলাম, আমান ও মান্নানের আগাম জামিন

ঢাকা: হামলা ও ভাংচুরের পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান ও গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ এ. বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।



রফিকুল ইসলাম মিয়া ও আমানুল্লাহ আমানের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা মামলায় এবং এম এ মান্নানের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় দায়ের করা মামলায় আগাম জামিন হলো।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার রাগিব রউফ ও ব্যারিস্টার এহসানুর রহমান।

অপরদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।