ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালায় মাদকসেবী ও বিক্রেতার কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
তালায় মাদকসেবী ও বিক্রেতার কারাদণ্ড

তালা(সাতক্ষীরা): মাদক সেবন ও বিক্রির দায়ে সাতক্ষীরার তালায় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মেহেদি হাসান মিলন(২০) ও তালা উপজেলার ভারসা গ্রামের আব্দুল আজিজ মণ্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন লাদেন(৪৫)।



শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ নির্দেশ দেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মাদক সেবনের দায়ে মেহেদিকে ১৫ দিন ও বিক্রির দায়ে জাহাঙ্গীরকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ

রা আগে মেহেদিকে নগরঘাটা একটি ধানের আড়ৎ থেকে এবং জাহাঙ্গীরকে ভারসা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।