ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে চালককে গুলি করে অটো রিকশা ছিনতাই, আহত ২

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
সাভারে চালককে গুলি করে অটো রিকশা ছিনতাই, আহত ২ ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারে চালককে গুলি করে সিএনজি চালিত অটো রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় সিএনজিতে থাকা দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্বস্ব লুটে নেয় তারা।



শুক্রবার (০৯ জানুয়ারি) ভোর রাতে সাভারের শ্যামপুর আলীপুর মহাসড়কের ঝাউচর ইটখলার কাছে ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সিএনজি চালকের নাম ইকবাল মিয়া (২২) তার বাড়ি কেরানীগঞ্জের কদমতলী গ্রামে।

পুলিশ জানায়, ভোর ৫টার সময় কেরানীগঞ্জের কানারচর এলাকা থেকে দুই মাছ ব্যবসায়ী ও তিন জন যাত্রী হেমায়েরপুরে আসার জন্য সিএনজি অটো রিকশাতে ওঠে। শ্যামপুরের ঝাউচর এলাকায় আসার পর তিনযাত্রী চালককে সিএনজি থামাতে বলে।  

চালক সিএনজি থামালে চালকের পেঠে গুলি এবং দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও সিএনজি অটো রিকশা ছিনতাই করে পালিয়ে যায় যাত্রীবেশি দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা ওই সিএনজি চালক ও দুই মাছ ব্যবসায়ীকে  মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।

গুলি করে সিএনজি অটো রিক্সা ছিনতাইয়ের কথা শুনে ঝাউচর এলাকা পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।

বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া।

তিনি বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।