ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ৯ মালয়েশিয়াগামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
কক্সবাজারে ৯ মালয়েশিয়াগামী আটক

কক্সবাজার: অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারে মানবপাচারকারী মো. আফসারসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

এ সময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ৮ জন মালয়েশিয়াগামীকেও আটক করেছে সদর থানা পুলিশ।



শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রধান সড়কের লালদিঘীর পূর্বপাড়স্থ এস আলম কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক মানবপাচারকারী আফসার শহরের বিমান বন্দর সড়কের ৬নং ফিশারিঘাট এলাকার মৃত রহিমের ছেলে।

উদ্ধার হওয়া মালয়েশিয়াগামীরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআলী গ্রামের ইয়াকুবের ছেলে জসিম উদ্দিন (৩৩),  হাফেজ উল্লাহ দেওয়ানের ছেলে ফজলুর রহমান (৪৮),   মৃত শামসুউদ্দিনের ছেলে মোশারফ (৪৫),  কালিপুর তনু সরকার কান্দি গ্রামের নুরুমিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫), মৃত বজলুর রহমানের ছেলে মো. হোসেন (৪০), কালিপুর গ্রামের মৃত তনুডালির ছেলে শফিক (৩৮), সালাউদ্দিনের ছেলে মাসুম (২৫), বোরহানের ছেলে শুক্কুর আলী(২২)।

উদ্ধার হওয়া মালয়েশিয়াগামী মাসুম বাংলানিউজকে জানান, আফসারের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। এর সূত্র ধরে আফসার তাকে ভালো বেতনে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার এনেছে। তাকে বড় জাহাজে করে মালয়েশিয়া পাঠানো হবে এবং সেখানে ফুলের বাগানে কাজ দেওয়ার লোভ দেখানো হয়েছিল।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বাংলানিউজকে জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।