ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সাংবাদিক পেটানোয় এসআইসহ দু’জন ক্লোজড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
রাজশাহীতে সাংবাদিক পেটানোয় এসআইসহ দু’জন ক্লোজড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: পিকেটার ধরতে না পেরে রাজশাহীতে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে পুলিশ। মিছিল শেষে ছাত্রদল কর্মীরা পালিয়ে গেলেও, পুলিশের রোষানলের শিকার হয়েছেন সাংবাদিকরা।



শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশের মারধরে আহত হয়েছেন বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক।

এদিকে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক এসএম জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল বুলবুলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বিএফইউজে’র সদস্য জাবীদ অপু জানান, অবরোধের সমর্থনে মিছিলের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা রাজশাহী কলেজ এলাকায় যান। ছাত্রদল মিছিলটি বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়ায় ছাত্রদলকর্মীরা পালিয়ে যান। মিছিলকারীদের ধরতে না পেরে পুলিশ সাংবাদিকদের ওপর চড়াও হন। এ সময় পুলিশ সদস্যরা লাঠি দিয়ে সাংবাদিকদের বেধড়ক মারধর করেন।

এ ঘটনার পর দুপুরে সাংবাদিকরা পুলিশ কমিশনার মো. শামসুদ্দিনের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ কমিশনার ঘটনায় জড়িত দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজডের নির্দেশ দেন।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, সাংবাদিকদের মারধরের ঘটনাটি দুঃখজনক। এ জন্য তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।