ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাবি শিক্ষার্থী জুবায়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
জাবি শিক্ষার্থী জুবায়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসের একুশে পাদদেশের সামনে কয়েক’শ শিক্ষক ও শিক্ষার্থী মানববন্ধন কর্মস‍ূচি পালন করেন।



মানববন্ধনে এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবি জানান।

২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগের হামলার শিকার হন ছাত্রলীগেরই অপর গ্রুপের কর্মী ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। পরদিন ০৯ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করে সে সময় ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ হত্যার ঘটনায় বাদি হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেছিলো। যা এখন ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে রায়ের অপেক্ষায়।  

এদিকে, আদালত থেকে পালানো জুবায়েরের খুনিদের এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।