ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ভৈরবে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে অটোরিকশার চাপায় মাহি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভৈরব পৌরশহরের বাজারে প্রবেশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত মাহি ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়ার ইতালি প্রবাসী মুরাদ মিয়ার ছেলে।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল মিয়া বাংলানিউজকে জানান, মাহি ভৈরব বাজারে প্রবেশ পথে রাস্তায় নেমে ছাগল দেখতে যায়। এ সময় একটি অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।