ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও ত্রি-হুইলারের (মাহিন্দ্র) সংঘর্ষে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এক জনের নাম পাওয়া গেছে।

তিনি হলেন- ফরিদপুর সদরের টেপাখোলা গ্রামের রশিক বিশ্বাসের স্ত্রী গিরিবালা বিশ্বাস (৫৫)। আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস ভাবুকদিয়া এলাকায় বিপরীতমুখী ত্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ত্রি-হুইলারের দুই যাত্রীর মৃত্যু হয়।

ওসি বলেন, নিহতদের মধ্যে একজন নারীর নাম পাওয়া গেছে। তবে আনুমানিক ৪৫ বছর বয়সী নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ওই এলাকার টেকেরহাট থেকে বাসটিকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।