ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুর থেকে পুলিশি প্রহরায় ঢাকাগামী বাস চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
রংপুর থেকে পুলিশি প্রহরায় ঢাকাগামী বাস চলাচল

রংপুর: বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের চতুর্থ দিন শুক্রবার রংপুর থেকে পুলিশের প্রহরায় ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল থেকে রংপুর- ঢাকা, রংপুর- কুড়িগ্রাম, রংপুর-দিনাজপুর মহসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

সড়কগুলোতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ভারী যানবাহনও চলাচল করছে।

সকালে পুলিশের প্রহরায় রংপুর কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস চলাচল করতে দেখা যায়।

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান,পুলিশের প্রহরায় বাস-ট্রাকগুলো রংপুরের শেষ সীমানা পর্যন্ত পার করে দেওয়া হচ্ছে।

বাস ও ট্রাক চালকরা জানান, বিক্ষিপ্তভাবে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল করছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ী, বগুড়ার মাটি ডালি, শেরপুর, সিরাগঞ্জের চারমাধার মোড় এলাকায় পুলিশের কঠোর নজরদারি থাকলে মহাসড়কে যানবাহন চলাচলে তাদের কোনো অসুবিধা হবেনা বলেও জানান তারা।

নাম প্রকাশ না করা শর্তে জেলা বিএনপির এক নেতা জানান, পণ্যবাহী ট্রাক চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না।

মহাসড়কে আগে যেভাবে যানবাহন চলাচল করতো, অবরোধের কারণে সেভাবে যান চলাচল করছে না বলে দাবি ওই নেতার।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।