ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৯ জুয়ারির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বগুড়ায় ৯ জুয়ারির কারাদণ্ড ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৯ জুয়ারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জুয়া খেলার অভিযোগ স্বীকার করলে তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম এই আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কাহালু উপজেলার মহিশপুর এলাকার নুরুল ইসলাম (৩২), একই উপজেলার যুবলীগ নেতা মোরশেদুল বারী (২৫), শামছুল হক (৩২), সিরাজুল ইসলাম (২৮) ও আবু সাইদ (৩০), জেলার শাজাহানপুর উপজেলার হিফজুল (৩০), বাবু মিয়া (৩৮) ও মামুনুর রশিদ (১৮) এবং নন্দীগ্রাম উপজেলার গোছাইল এলাকার যুবলীগ কর্মী মানিক মিয়া (২৪)।

সাজাপ্রাপ্ত সবাই যুবলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।     

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দিনগত রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ উপজেলার গোছাইল গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ওই ৯ জুয়ারিকে আটক করেন।

শুক্রবার বিকেলে আটকদের এ সংক্রান্ত অভিযোগে গ্রেফতার দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আসামিরা আদালতের কাছে তাদের অপরাধ স্বীকার করলে আদালতের বিচারক প্রত্যেককে পৃথকভাবে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।