ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আইনমন্ত্রীর বাসায় ককটেল নিক্ষেপ, আনসার সদস্য আহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
আইনমন্ত্রীর বাসায় ককটেল নিক্ষেপ, আনসার সদস্য আহত ফাইল ফটো

ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের রাজধানীর বনানীর বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসার নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্য মমিনুল ইসলাম (৩০) আহত হয়েছেন।

এছাড়া, বাসার সামনে রাখা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ককটেল নিক্ষেপ করা হয়। মমিনুলের ডান হাতে ও তালুতে স্প্রিন্টার ঢুকেছে।

আইন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা (পিআরও) আবদুল্লাহ আল শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানিয়েছেন, আইনমন্ত্রী এখন ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে দুর্বৃত্তরা বনানী ১৯ এ সড়কের ২ নং বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে।

তিনি জানান, ককটেলের আঘাতে এক আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া, বাসার সামনের স্থানে রাখা একটি গাড়িরও কাঁচ ভেঙে গেছে।

ককটেল নিক্ষেপ করেই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে এখন বাসার নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। মন্ত্রী এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।