ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কাউন্সিলর এরশাদ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বগুড়ায় কাউন্সিলর এরশাদ গ্রেফতার

বগুড়া: বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামায়াত সমর্থক এরশাদুল বারী এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের জামিলনগর বাজার এলাকা থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।



গ্রেফতার অভিযানে অংশ নেওয়া বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এরশাদকে গ্রেফতার করে।

এ সময় পালানোর চেষ্টাকালে পায়ে ব্যথা পাওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এরশাদের বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় জামিনে থাকলেও তাৎক্ষণিকভাবে নাশকতার একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।   

বাংলাদেশ সময় : ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।