ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাটাবনে মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
কাটাবনে মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর কাটাবন এলাকার একটি বাসা থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ ঘটনায় সুবল নামের এক ব্যবসায়িকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।



শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বাঘের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বাংলানিউজকে জানান, সুবল বাসায়  অবৈধভাবে বাঘের বাচ্চা বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তিনটি বাচ্চাসহ তাকে আটক করা হয়।

পরে আইননুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।