ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুর, মতিঝিল ও বিজয়নগরে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
মিরপুর, মতিঝিল ও বিজয়নগরে বাসে আগুন মিরপুর ১৩ নম্বর পুলিশ স্টাফ কলেজের সামনে গাড়িতে আগুনের ছবিটি তুলে পাঠিয়েছেন বাংলানিউজের পাঠক জাহিদ হোসাইন খান।

ঢাকা: রাজধানীর মিরপুর, মতিঝিল ও বিজয়নগরে পৃথক তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টা থেকে সাড়ে ১২ টার মধ্যে এসব বাসে আগুন দেওয়া হয়।



ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাসে আগুন দেওয়ার খবর শুনে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে। তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময় : ০১২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ