ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় মালবাহী লরিতে আগুন, দগ্ধ ২

ডিস্ট্রিক করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
কুমিল্লায় মালবাহী লরিতে আগুন, দগ্ধ ২

কুমিল্লা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে কুমিল্লার বারপাড়া এলাকায় একটি মালবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে  এর চালক ও হেলপার মারাত্মক দগ্ধ হয়েছেন।

তাৎক্ষণিভাবে দগ্ধদের নাম-ঠিকানা জানা যায়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, মালবাহী লরিটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। গভীর রাত হওয়ায় লরিটি নগরীর ভেতর দিয়ে প্রবেশ করে। এটি বারপাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

এতে লরির চালক ও হেলপার মারাত্মক দগ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে চকবাজার ফয়সল হাসপাতলে ভর্তি করেন। গুরুতর দগ্ধ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফয়সল হাসাপাতাল কর্তপক্ষ।

চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, লরির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা থেকে ঢাকা পাঠানো হয়েছে।

তবে এতে কোন ধরনের মালামাল ছিল তা জানাতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ