ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিডিউলে বিপর্যয়

সকালের ট্রেন মধ্যরাতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সকালের ট্রেন মধ্যরাতে ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘন কুয়াশা, অবরোধ ও বিশ্ব ইজতেমার কারণে রাজধানীর কমলাপুরে ঢাকা অভিমুখী ও বহির্মুখী ট্রেনের শিডিউলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, ঘন কুয়াশা, অবরোধ ও ইজতেমার কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে। এছাড়া কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন কেটে ফেলায় চট্টগ্রাম লাইনেও বিপর্যয় ঘটেছে।

সিতাংশু চক্রবর্তী ‍জানান, মহানগর প্রভাতী ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া কথা থাকলেও তা ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা ৪৫ মিনিট। এছাড়া একই রুটের অপর একটি ট্রেন দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা থাকলেও তা আসবে না। রংপুর এক্সপ্রেস নামে রংপুরগামী ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯টায় ছাড়ার কথা থাকলে তা ছাড়বে রাত সাড়ে ১০টায়।

দিনাজপুরগামী একতা এক্সপ্রেস সকাল ১০টার পরিবর্তে রাত সোয়া ১০টায় ছাড়বে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও, তা ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে বেলা সাড়ে ১১টা। সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানী ছেড়ে যাওয়ার কথ‍া থাকলেও তা ছেড়ে যায়নি। ট্রেনটি দুপুর ১২টা ৫০ মিনিটে ছাড়বে বলে জানান তিনি।

এছাড়া খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা বেলা ১১টার মধ্যে পৌঁছানোর শঙ্কা প্রকাশ করেছেন স্টেশন ম্যানেজার।

এদিকে, ট্রেন শিডিউলে বিপর্যয়ের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। হাজার হাজার যাত্রীকে লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।