ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক ছবি: ফাইল ফটো

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গল কোট স্টেশনের আউটারে রেললাইন কেটে ফেলার ফলে বন্ধ থাকা ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের রুটের রেল যোগাযোগ চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ৪০মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।



কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে শনিবার ভোরে কুমিল্লার নাঙ্গল কোট স্টেশনের আউটারে রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা।

এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে উদ্ধারকারী ট্রেন লাকসাম থেকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে চার ঘণ্টাপর রেল লাইন সচল করে। এ কারণে কুমিল্লা রেল স্টেশনে একটি মালবাহী ট্রেন আটকা ও ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

** নাঙ্গলকোটে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, যোগাযোগ বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।