ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে পথে পথে ডাকাতি, জনমনে আতঙ্ক

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সাভারে পথে পথে ডাকাতি, জনমনে আতঙ্ক ছবি: প্রতীকী

সাভার: সাভারে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। দিন নয়, রাত নয় যখন তখন হচ্ছে ডাকাতির ঘটনা।

শুক্রবার সকালে চালককে গুলি করে সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বিকেলে গুলিবিদ্ধ ওই সিএনজি চালক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সিএনজি চালকের নাম ইকবাল মিয়া(২২)। বাড়ি কেরানীগঞ্জের কদমতলী গ্রামের বাসিন্দা।

এদিকে দিন ঘুরতে না ঘুরতেই সন্ধ্যায় কলমা এলাকায় বিয়ের বরযাত্রীর গাড়ি বহরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ২ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। এঘটনায় ডাকাতদের হামলায় অন্তত ৩ বরযাত্রী গুরতর আহত হন।

ভূক্তভোগীদের অভিযোগ, দুপুরে কলমা থেকে গাড়ি বহর কনে আনার জন্য বর যাত্রী নিয়ে আশুলিয়ার দওপাড়ায় যান বর পক্ষ। পরে সন্ধ্যা ৬টায় কনেকে নিয়ে ফেরার পথে বর যাত্রীর গাড়ি বহর কলমায় পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা ডাকাত দল রাস্তায় ব্যারিকেড দিয়ে বরযাত্রীদের সাথে থাকা স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত তিন জন বরযাত্রী আহত হয়েছেন।

ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় বরযাত্রীদের চিৎকারে ডাক দুই ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। বর্তমানে আটক ডাকাতদের কলমা বরের বাড়ি  আটকে রাখা হয়েছে।

এদিকে একই দিনে দুইটি ডাকাতির ঘটনায় সাভারের জনমনে বিরাজ করছে ডাকাত আতংক। চার দিকে আইন শৃঙ্খলা বাহীনির কঠড় নিরাপত্তা থাকার পরও কেন এত ডাকাতি এই প্রশ্নই এখন সবার মুখে।  

এব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার(ওসি)মোতালেব মিয়া জানান, হেমায়েত পুরে ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে। কিন্তু বরযাত্রীর গাড়ি বহরে ডাকাতি হওয়ার কথা জানা নেই।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

** সাভারে বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি, আটক ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।