ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে এরশাদ-তোফায়েল-রব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে এরশাদ-তোফায়েল-রব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে চলছে দৈনিক কালের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্টজনদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছে কালের কণ্ঠ পরিবার।



প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা কনভেনশন সিটিতে (পুষ্পগুচ্ছ-২) মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিকালে সম্মাননা জানানো হবে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের।

বেলা ১২টা থেকে আমন্ত্রিত অতিথি, পাঠক এবং বিশিষ্টজনেরা আসতে শুরু করে। তারা কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

বেলা সাড়ে ১২টার দিকে শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচএম এরশাদ। আরও আসেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া ইউজিসি চেয়ারম্যান একে আজাদ চৌধুরী।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শুভেছা জানান কালের কণ্ঠ পরিবারকে।

এরপর ইমদাদুল হক মিলন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, রাঙ্গা, আ স ম আব্দুর রবকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।   

শুভেচ্ছা জানাতে আরো আসেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ।

ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ইব্রাহীম ফাতেমী, এসবি’র প্রধান অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালের কণ্ঠ সম্পাদককে।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। মোবাইল অপারেটর সিটিসেলের পক্ষে হেড অব করপোরেট কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস তাসলিম আহমেদ ও করপোরেট কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস ম্যানেজার তনিয়া মাহবুব শুভেচ্ছা জানান।

ইবাইস ইউনিভার্সিটি, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান-সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সানের প্রকাশক ময়নাল ময়নাল হোসেন চৌধুরী, কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক অমিত হাবিবসহ পত্রিকাটির সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।