ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চটপটির টেবিলে সবাই ‘এক’

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
চটপটির টেবিলে সবাই ‘এক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনীতিতে বিপরীত মেরু, রাজপথেও বিরোধী অবস্থান। এক টেবিলে বসে সমঝোতার আহ্বান থাকলেও বাস্তবে রূপ পায়নি।

সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে মাঝে মধ্যে এক সাথে দেখা মিললেও সচরাচর এক টেবিলে বসে খাওয়ার মুহূর্ত বিরল। বিপরীত মেরুতে থাকা সেই রাজনৈতিক নেতারা বসলেন এক টেবিলে, খেলেন নাস্তা-চটপটি।

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, নির্বাচনে অংশ না নেওয়া জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব এবং লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানকে এক সঙ্গে বসে খেতে সবার চোখ আটকে যায় সেই টেবিলে। আর ক্যামেরাবন্দি হয়ে পড়েন তারা।

দৈনিক কালের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শনিবার এই বিরল মুহূর্তটি ছিল কয়েক মিনিট স্থায়ী। বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা কনভেনশন সিটিতে(পুষ্পগুচ্ছ-২) সকাল থেকে একে একে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন এক টেবিলে বসা। চলছিল আপ্যায়নও। এরইমধ্যে উপস্থিত হন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। স্বাগত জানিয়ে তাকেও বসানো হলো এক টেবিলে। একে অপরের প্রতি হাত বাড়ালেন তোফায়েল-মাহবুবুর রহমান।

এরই মধ্যে জাতীয় পতাকাবাহী গাড়ি নিয়ে উপস্থিত হলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ। খবর পেয়ে এগিয়ে গেলেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এরপর এরশাদকে নিয়ে আবারো ফিরে গেলেন আগের টেবিলে।

এক টেবিলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ, ক্ষমতাসীন দলের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপি ও জেএসডির নেতারা। পরস্পর পরস্পরের সঙ্গে হাত বাড়িয়ে কুশলও বিনিময় করলেন তারা।

চার দলের চার নেতাকে এক সঙ্গে পেয়ে সবার দৃষ্টি ছিল ওই টেবিলেই। অন্য টেবিলে যারা নাস্তা খাচ্ছিলেন তারাও এগিয়ে এলেন সেখানে। ফটো সাংবাদিকদের ক্যামেরা ছাড়াও আগত অতিথিদের অনেকের ক্যামেরার ফ্রেম থেকে বাদ পড়েন নি এই চার নেতা।

নাস্তা শেষ করা আ স ম আব্দুর রব আয়োজকদের বললেন, এখানে(এরশাদ-তোফায়েল) চটপটি দাও, টক দাও। নাস্তার পর চটপটির সঙ্গে টক আর ছোট ছোট বাক্য বিনিময় উষ্ণতা ছড়ালো বিশাল অডিটরিয়ামে। সেই উষ্ণতাকে আরো একটু স্থায়ীত্ব দিতে কালের কণ্ঠ সম্পাদক আহ্বান জানালেন সবাইকে নিয়ে কেক কাটার। হঠাৎই মঞ্চে হাজির হলেন জাতীয় পার্টির আরেক নেতা প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

এরপর এক মঞ্চে উঠে সবার একসঙ্গে কেক কাটার মুহূর্তটিও ক্লিক ক্লিক শব্দে ক্যামেরাবন্দি হলেন তারা।

** রাজশাহীতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
** কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে এরশাদ-তোফায়েল-রব
** কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র্যালি

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।