ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালায় নাশকতার মামলায় ৫ জন গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
তালায় নাশকতার মামলায় ৫ জন গ্রেফতার ছবি: প্রতীকী

তালা(সাতক্ষীরা): নাশকতা মামলায় সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি-জামায়াতের ৫ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



এরা হলেন-তালা উপজেলার জেয়ালানলতা গ্রামের জুনাব আলী নিকারীর ছেলে ইনসাফ নিকারী (৫০), মাগুরা গ্রামের সুরমাতুল্ল্যা মোড়লের ছেলে সামাদ মোড়ল (৪৫), খলিলনগর গ্রামের লিয়াকত মোড়লের ছেলে সাইদ মোড়ল (৩৩), হাতবাস গ্রামের আব্দুল মজিদের ছেলে সিরাজুল ইসলাম(৪০) ও শালিখাগুচ্ছ গ্রামের মোম্মাদ আলী গাজীর ছেলে হালিম গাজী(৩৫)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের নামে থানায় নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।