ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের অন্যতম প্রধান দৈনিক কালের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছে। সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।



নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংবাদমাধ্যম ও পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে কালের কণ্ঠের সিলেট ব্যুরো প্রধান আহমেদ নূর অংশগ্রহণকারী অতিথিদেরকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

র্যালিতে অংশ নেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল আজাদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য সিকন্দর আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামিউল আলম, সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ কুমার দেব, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ কবীর আহমদ সোহেল, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সাবেক সহ সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আবুল হোসেন, বাংলানিউজ২৪.কম সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ গুলজার, মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক ইলিয়াসী দিনার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।