ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা থেকে তরুণের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
শীতলক্ষ্যা থেকে তরুণের লাশ উদ্ধার

গাজীপুর: নিখোঁজ হওয়ার তিনদিন পর গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সোমবাজার এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নজরুল ইসলাম স্বপন (৩০) নামে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।



স্থানীয় সূত্র জানায়, বুধবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় পাওনা টাকা আদায়ের জন্য নজরুল বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজম‍ুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।