ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রাজশাহীতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে শোভাযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন, শিক্ষক সম্মাননা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহানগরীর অলোকার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাণীবাজার প্রদক্ষিণ হয়ে পুনরায় অলোকার মোড়ে গিয়ে শেষ হয়।

পরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন চৌধুরী, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জার্জিস কাদির খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ব্যবসায়ী নেতা সেকেন্দার আলীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালের কণ্ঠের রাজশাহী অফিসের ব্যুরো প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘সাধারণ মানুষের কাছে কালের কণ্ঠ খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। পত্রিকাটি স্লোগানের সঙ্গে সঙ্গতি রেখে বলতে হয় সত্যের কোনো মৃত্যু নেই। রাজশাহী অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, কৃষি, শিল্প-সাহিত্যের সবকিছু নিয়ে পত্রিকাটি সত্যের মিছিলে থেকে চলতে থাকবে বলে প্রত্যাশা রাখি। ’

রাজশাহীর সাবেক সিটি মেয়র আওয়ামী লীগ নেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘দেশের অনেক পত্রিকার ভিড়ে থেকে সহজেই পঠকরা কালের কণ্ঠকে খুঁজে পান। সত্যি বলতে কী, ঢাকঢোল পিটিয়ে অনেক পত্রিকার যাত্রা শুরু হলেও কম সময়ের মধ্যেই তা হারিয়ে যাচ্ছে। বর্তমান সেই প্রেক্ষাপটে অনেকটা শক্ত অবস্থান ধরে রেখে কালের কণ্ঠ বহু দূরের পথ অতিক্রম করছে। ’

এর আগে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আলোচনাসভা শুরু হয়। আলোচনা শেষে কালের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এর পর পবা উপজেলার কুখণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার সরকারকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে রাজশাহীর ৫০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। সব শেষে আয়োজন করা হয় নিক্কণ নৃত্য গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজনে সহযোগিতা করেন শুভসংঘের রাজশাহীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।